আমলকির উপকারিতা
আমলকী কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে। বমি বন্ধে কাজ করে। দীর্ঘমেয়াদি কাশি সর্দি হতে উপকার পাওয়ার জন্য আমলকীর নির্যাস উপকারী। এটি হৃদযন্ত্র ও মস্তিষ্কের শক্তিবর্ধক।
আমলকির উপকারিতা
আমলকী কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে। বমি বন্ধে কাজ করে। দীর্ঘমেয়াদি কাশি সর্দি হতে উপকার পাওয়ার জন্য আমলকীর নির্যাস উপকারী। এটি হৃদযন্ত্র ও মস্তিষ্কের শক্তিবর্ধক। এটি দাঁত,চুল ও ত্বক ভাল রাখে। এটি খাওয়ার রুচি বাড়ায়। কোষ্ঠকাঠিন্য, মাথাব্যথা, অম্ল,রক্তশূন্যতা, বমিভাব দূর করতে সাহায্য করে।
থানকুনি পাতার উপকারিতা
এতে আছে প্রচুর ভিটামিন সি তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মুখের ব্রণ দুর করে। মুখে ঘা ও অন্যান্য ক্ষতে উপকারী। সর্দির জন্য উপকারী। পেটের অসুখে থানকুনির ব্যবহার আছে। আমাশয়ে ভাল কাজ করে। সাময়িকভাবে কাশি কমাতে সাহায্য করে। গলা ব্যাথার জন্য উপকারি
Testing
Testing